BMARPC
শিক্ষার্থীদের স্বাতন্ত্রিক পরিচয় ও বরাদ্দকৃত সুবিধাসমূহ:
স্মার্ট ক্লাস: ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল স্মার্টবোর্ডে পরিচালিত ক্লাসসমূহে প্রয়োজনীয় প্রোজেক্টর ও পিসি/ল্যাপটপের ব্যবস্থা। সর্বাধুনিক সাউন্ড সিস্টেম-এ মাউথপিস-স্পীকার সংযোগসহ শিক্ষকদের ক্লাস পরিচালনার সুযোগ।
সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত: সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়।
পরিবহন ব্যবস্থা: শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১০টি বাস, ১টি কোস্টার, ১টি মাইক্রোবাস ও ১টিপ্রাইভেট কারসহ মোট ১৬টি পরিবহন রয়েছে।
অটোমেটেড পরীক্ষার ফল ও বেতন আদায়: সমস্ত বছরে গৃহীত পরীক্ষাসমূহের ফল কম্পিউটারে সংরক্ষিত থাকে এবং
সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর ফলাফল অভিভাবকের জন্যে প্রিন্ট দেয়া হয়। শিক্ষার্থীদের বেতন প্রতিষ্ঠানের
ওয়েবসাইটে, পে-স্লিপের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংক ও বুথে, বিকাশ এ্যাপস ও *২৪৭# ডায়াল করে এর মাধ্যমে গ্রহণ করা হয়।
এ সম্পর্কে বিস্তারিত প্রতিষ্ঠানের ওয়েব সাইটে দেওয়া আছে।
চিকিৎসা সুবিধা: শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য প্রতিষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার ও
নার্সসহ একটি মেডিক্যাল সেল রয়েছে।
শিক্ষকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত লাউঞ্জ: বিভাগ অনুযায়ী আসন গ্রহণের জন্য সমস্ত শিক্ষকের জন্য
লাউঞ্জ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
পোশাক: শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম বাধ্যতামূলক। ইউনিফর্ম
তাদের স্বাতন্ত্রিক পরিচয় বহন করে।
ডিজিটাল আইডি কার্ড: প্রত্যেক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল আইডি কার্ড সংরক্ষণ বাধ্যতামূলক।
হাউস শোল্ডার ব্যাজ ও অ্যাপুলেট: প্রত্যেক শিক্ষার্থীর জন্য হাউস ভিত্তিক স্বতন্ত্র শোল্ডার ব্যাজ, অ্যাপুলেট ও নেমট্যাগ
বরাদ্দ দেয়া হয় এবং শিক্ষার্থীর জন্য এগুলো পরিধান করা বাধ্যতামূলক।
বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরি: শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর জন্য বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ ও
বরাদ্দ করা হয়।
সিলেবাস ও ম্যাগাজিন: শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর জন্য মুদ্রিত সিলেবাস সরবরাহ করা হয় এবং বছরে একবার বার্ষিক ম্যাগাজিন প্রকাশ ও বরাদ্দ করা হয়।
নিয়মিত শিক্ষাসফর: পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেশের গুরুত্বপূর্ণ
স্থান ও স্থাপনাসমূহে নিয়মিত পরিদর্শন ও সফরের ব্যবস্থা করা হয়। বর্তমান অধ্যক্ষ মহোদয় সকল শ্রেণির জন্যই শিক্ষাসফর আয়োজনের ব্যবস্থা করেছেন।
মোটিভেশন সেশন: স্কুল (মাধ্যমিক) ও কলেজ পর্যায়ে ছাত্রছাত্রিদের মনোজাগতিক পরিপুষ্টি ও বিকাশের জন্যে
নিয়মিত বিরতিতে খ্যাতনামা মনোবিদদের অংশ্রগ্রহণে মোটিভেশন সেশনের ব্যবস্থা করা হয়।
নেতৃত্বের বিকাশ: কলেজ, হাউস ও শ্রেণিকক্ষের জন্য প্রিফেক্ট ও ক্যাপ্টেনশীপ প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রিদের মধ্যে
নেতৃত্বের বিকাশ ঘটানো হয়। ক্যাপ্টেন ও প্রিফেক্টরা রুটিন অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিফ্ট ইনচার্জ ও ডিসিপ্লিন
কমিটির সান্নিধ্যে থেকে ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সততার শিক্ষা লাভ করে।
একাডেমিক অবস্থান: বিজিবি নিয়ন্ত্রিত রাজধানীর অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ ২০১৯-২০২০ সালের সকল পাবলিক পরীক্ষাতেই ইতিবাচক সাফল্য দেখিয়েছে।
সহপাঠ্যক্রমিক শিক্ষায় ভূমিকা: প্রতিষ্ঠানের বিতর্ক ক্লাব “ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ” (ডিসিআরসি) দুই যুগ ধরে
পরিচালিত সফল ক্লাবগুলোর একটি। এযাবত কলেজ পর্যায়ে ৫টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, ১ টি জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ও সুপার কাপ নামে ৪টি মিক্সড (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়) ডিবেট প্রতিযোগিতার আয়োজন ছাড়াও নিয়মিতভাবে ‘ইন্টার ক্লাস’ ও ‘ইন্টার হাউস বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করে আসছে। সম্প্রতি ঢাকা
বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিতর্ক’ শীর্ষক প্রতিযোগিতায় রানার্স আপ
ট্রফিসহ বিগত বছরে ডিসিআরসি ২টি চ্যাম্পিয়নশীপ ও ৪টি রানার্সআপ ট্রফি লাভ করে। আন্তঃস্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে ছাত্ররা লালবাগ থানায় গ্রুপ চ্যাম্পিয়ন ও ছাত্রিরা রানার্সআপ হয়। আন্তঃথানা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার ফুটবল ইভেন্টে লালবাগ থানায় চ্যাম্পিয়ন হয় ছাত্ররা। ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রতিষ্ঠানের ছাত্ররা লালবাগ থানায় চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের কৃতি ক্রীড়াবিদ আরমান আলীম ব্রোঞ্জ পদক লাভ করেছে। বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উন্নীত করেছে। ২০২২ সালে আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল অর্জন করেছে IQ, Math AI Olympiad সাথে Silver Honour পেয়েছে Youth Math Challange এবং Bronge Medel পেয়েছে Iranian Combinatories Olympiad. জাতীয় পর্যায়ে, ৩য় জাতীয় বিজ্ঞান উৎসবে সুডকো অর্জন করেছে ১ম স্থান। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বিজ্ঞান ক্যাটাগরিতে অর্জন করেছে শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী পুরস্কার। এছাড়া বিভিন্ন অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০২৩ সালেও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন অলিম্পিয়াডে মেধাস্থান দখল করছে শিক্ষার্থীরা। পেয়েছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বছরের সেরা মেধাবী শিক্ষার্থীর স্বীকৃতি। বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, কোডিং ফর উইক কীটস প্রভৃতি কোর্স ও প্রোগ্রামের আয়োজন করে। প্রায় ১ হাজার শিক্ষার্থী কোর্সসমূহে অংশগ্রহণ করে। ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি ইকোনোমিক্স ক্লাব আয়োজিত জাতীয় ফ্রেস্ট-এ PowerPoint Presentation এ ১ম স্থান অর্জন করে। সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় নিয়মিত তাদের ফটোগ্রাফি স্থান করে নিচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহে আয়োজিত প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি ও বিতর্কের প্রায় সব কয়টি ক্যাটাগরিতে থান, মহানগরী ও জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে এনেছে ছাত্রছাত্রিরা। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুমারী রিয়া ব্যাধ নজরুল সঙ্গীত ‘ক’ শাখায়, আদ্রিকা স্পর্শ উচ্চাঙ্গ নৃত্য ও সৃজনশীল নৃত্যে ‘ক’ শাখায় এবং সমৃদ্ধ চৌধুরী তবলায় ‘ক’ শাখায় জাতীয় পর্যায় ১ম স্থান অর্জন করে।
প্রতিষ্ঠানের ক্লাব ও ইউনিটসমূহ: সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিএনসিসি (সেনা, নৌ ও এয়ার), বয়স্কাউট, গার্লসগাইডস,
হলদেপাখি, রোভার স্কাউটস, কাব স্কাউট, ব্যান্ড দল, ইংরেজি ও বাংলা বিতর্ক, সংগীত, নৃত্য, ডিসপ্লে, ফুটবল, ভলিবল,
বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট, হকি, সাহিত্য ও সংস্কৃতি, আবৃত্তি, বক্তৃতা, নাট্যাভিনয়, ধারাবাহিক গল্পবলা, ক্বেরাত, সাধারণ জ্ঞান ইত্যাদি ইউনিট ও ক্লাব কার্যক্রম চালু রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রাণালয় কর্তৃক
আয়োজিত শিক্ষা সপ্তাহ ২০১৯ এ অত্র প্রতিষ্ঠানের বিএনসিসি সেনা ইউনিট থেকে মেজর ড. সুলতান ফরিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। এয়ার উইং এর দুইজন ক্যাডেট বর্তমানে বিএমএ ও ১ জন
বিএনএ-তে ক্যাডেট অফিসার হিসেবে প্রশিক্ষণরত।