Video Of BMARPC

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৪০ বছর যাবৎ এই প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছে। হাজার হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন শেষে দেশে ও দেশের বাইরে নানাক্ষেত্রে আলো ছড়াচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠান শুরু থেকেই মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এসেছে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে সারাবছর বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দেয়। পহেলা বৈশাখ বা নবান্ন উৎসব, বর্ষাযাপন, হেমন্ত উৎসব, বসন্ত উৎসব, পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বইমেলাসহ বিভিন্নধরনের আয়োজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। ‘ডিজিটাল বাংলাদেশে’র পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণই তাঁর লক্ষ্য।  সবার জন্য শুভকামনা।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন।
জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।

 

Best regards,
Brigadier General Tanveer Gani Chowdhury, PBGM
Chairman,
Birshreshtha Munshi Abdur Rouf Public College