Video Of BMARPC

Debating Club

  • 21 May, 2023

Since – 1998

Debating Club of Rouf College (DCRC)

Slogan: Logic Means Freedom

Objectives:

সামনে রেখে বিতার্কিকদের জন্য একটা গতিশীল প্লাটফর্ম নিশ্চিত করেছে, যার নাম "ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ", সংক্ষেপে ডিসিআরসি।

'যুক্তি মানে মুক্তি' (Logic Means Freedom)- এই বিশ্বাসকে মূলমন্ত্র করে ১৯৯৮ সালের অক্টোবরে রাইফেলস্ ডিবেটিং টিমের যাত্রা শুরু। স্কুল ও কলেজ পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্কে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সেই সময়ের সাফল্য পিলখানাকে নতুন পরিচয়ে পরিচিত করায়। ক্লাব ফরম্যাটে "ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ", বা ডিসিআরসি'ও পথচলা শুরু হয় ৯ আগস্ট ২০০৮ থেকে। তরঙ্গবিক্ষুব্ধ অমসৃণ পথে সাহস আর সম্ভাবনার পদছাপ ফেলতে ফেলতে ডিসিআরসি'র আজ অনেকটাই পরিণত অবয়বে। এ যাবত কুড়িটির মতো ন্যাশনাল (স্কুল ও কলেজ পর্যায়) বিজয়ী ডিসিআরসি দেশের প্রথম সারির বিতর্ক ক্লাব হিসেবে তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

Moderator: K M Akmal Hossain, Assistant Professor in Bangla- +8801552633310